শ্রদ্ধা ও ভালোবাসায় জহুর চান বিবি মহিলা কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৭মার্চ) প্রথম প্রহরে কলেজের ছাত্রী নিবাসের তত্ত্বাবধায়ক রাজিয়া সুলতানা ও ছাত্রীদের উদ্যোগে কেক কাটা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৯টায় কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্রীরা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর উপজেলা প্রশাসন আয়োজিত আনন্দ শোভাযাত্রায় যোগদান করেন কলেজ শিক্ষার্থীরা । জুমার নামাজের পর কলেজের উদ্যোগে সাবাসপুর জামে মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
পুষ্পাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন গভর্ণিংবডির বিদ্যোৎসাহী সদস্য ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক মুহাম্মদ মহিউদ্দিন, প্রভাষক মো. শাহীন মিয়া, প্রভাষক সুবর্ণা সাহা, প্রভাষক মো. হোসেন, প্রভাষক আরিফুর রহমান, ছাত্রী নিবাসের তত্বাবধায়ক রাজিয়া সুলতানা, অফিস সহকারী মো. রেহান শাহ, কম্পিউটার অপারেটর খালেদ শরীফুল্লাহ শুভ।
এ উপলক্ষে গত বৃহস্পবিার (১৬মার্চ) কলেজে ছাত্রীদের নিয়ে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।