জহুর চান বিবি মহিলা কলেজে নববর্ষের প্রথম সমন্বয় সভা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 3 January 2023
আজকের সর্বশেষ সবখবর

জহুর চান বিবি মহিলা কলেজে নববর্ষের প্রথম সমন্বয় সভা

Link Copied!

শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজে নতুন বছরের প্রথম সমন্বয় সভা মঙ্গলবার (৩জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। কলেজের আশরাফ উল্লাহ একাডেমিক ভবনের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বার্ষিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নতুন বছরে শিক্ষার্থী ভর্তি,নবীন বরণ,রুটিন প্রণয়ন,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বিজ্ঞান ও হস্ত শিল্পমেলা, পিঠা উৎসব, শিক্ষাসফর, একাডেমিক ক্যালেন্ডার বার্ষিক ম্যাগাজিন প্রকাশ, শিক্ষকদের ইন হাউজ প্রশিক্ষণ, অডিট, স্কাউটের দীক্ষা অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির জাদুঘর,কলেজের ছাত্রী নিবাস, বিভিন্ন কমিটি গঠন নিয়ে সভায় মতামত ব্যক্ত করেন শিক্ষক-কর্মচারীগণ। গভর্ণিং বডির সিদ্ধান্ত মোতাবেক পর্যায়ক্রমে কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন প্রভাষক তহুরা বেগম, প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক মো. শাহীন মিয়া, প্রভাষক তাঈবা সুলতানা,প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক আরিফুর রহমান, প্রভাষক মো. হোসেন, প্রভাষক সুরাইয়া ফারহানা, প্রভাষক সুবর্না সাহা, প্রভাষক লুৎফুর রহমান, প্রভাষক কামরুল হাসান রিপন, প্রভাষক মিতালী রানী দাশ, প্রভাষক শামসুল হক শাহেদ, প্রভাষক জাকিয়া মেহের ইভা, সহকারী শিক্ষক ইমরানুল হক শাকিল,অফিসহ সহকারী মো,রুবেল মিয়া, রেহান শাহ, কম্পিউটার অপারেটর খালেদ শরীফুল্লাহ শুভ।

উল্লেখ্য, প্রতি মাসের ৩ তারিখ জহুর চান বিবি মহিলা কলেজের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়ে থাকে।