প্রথমবারের মতো জহুর চান বিবি মহিলা কলেজে বিজ্ঞান ও কুটির শিল্প মেলা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১০মার্চ) সকালে কলেজের আশরাফ উল্লাহ একাডেমিক ভবনে এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় মোট ১০টি স্টলে শিক্ষার্থীরা বিজ্ঞানের প্রকল্প ও তাদের নিজেদের তৈরী দৃষ্টিনন্দন হস্তশিল্প উপস্থাপন করে। ব্লাডগ্রুপ নির্ণয়, কার্বনডাইঅক্সাইড সনাক্তকরণ, পানিতে চিনির ঘনত্ব নির্ণয়, রঙ্গের রাসায়নিক বিক্রিয়া, লিডমাস পেপার তৈরী, সংখ্যা দিয়ে বয়স নির্ণয়, নকশী কাঁথা, জামা এমব্রয়ডারী, তৈজসপত্রের পূন:ব্যবহার ইত্যাদি প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ফুটে উঠে এই মেলায় ।
সকালে এ মেলার উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। কলেজের শিক্ষার্থী শিক্ষকবৃন্দ উৎসবমুখর পরিবেশে বার্ষিক এ মেলায় অংশ নেন। এ উপলক্ষে শিক্ষার্থীরা পদার্থ, রসায়ন,জীববিজ্ঞান, গণিত ও আইসিটি বিষয়ে কলেজে বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ গ্রহন করেন ।