খায়রুল ইসলাম সাব্বির : হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনকে কেন্দ্র করে বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থীরা। দফায় দফায় হচ্ছে মিছিল, সাইকেল শোভা যাত্রা ও মাইকিং। শুধু তাই নয়, চেয়ারম্যান প্রার্থীদের ব্যানার ও ফেস্টুনে ছেঁয়ে গেছে হাট-বাজার। বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময়ও করছেন অনেকেই।
চায়ের দোকানে দোকানে বইছে প্রার্থীদের নিয়ে বিশ্লেষণ। উপ-নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের প্রচার প্রচারণা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমানতালে চলছে। ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থীদের মাঝে বিভিন্ন কৌশলে চলছে প্রচার-প্রচারণা। রাজিউড়া ইউনিয়ন সরজমিনে ঘুরে দেখা গেছে, নির্বাচনকে সামনে রেখে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা।
কে হচ্ছেন আগামী রাজিউড়া ইউনিয়নের চেয়ারম্যান এ নিয়ে চায়ের দোকানে প্রতিনিয়ত চলছে নানা গুঞ্জন।
এ বিষয়ে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ তাজুল ইসলাম ফরিদ জানান, জনগণ আমার বন্ধু। আশা করি রাজিউড়া ইউনিয়নবাসী আমাকে ঘোড়া মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।