জমকালো আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জে “সময়ের আলো” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 3 March 2020
আজকের সর্বশেষ সবখবর

জমকালো আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জে “সময়ের আলো” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Link Copied!

আমার হবিগঞ্জ নিউজ ডেস্ক :     দৈনিক সময়ের আলোর ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে হবিগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের মিলনমেলা ও পত্রিকার জন্মদিনে কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করেন প্রতিনিধি কামরুল হাসান।
বিভিন্ন টেলিভিশন, জাতীয় দৈনিক ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নিয়ে পত্রিকার জন্মদিনের কেক কাটেন প্রেসক্লাবের সভাপতি মোঃ ইসমাইল হোসেন ও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমদ ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান্ আউয়াল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট হুমায়ূন কবীর সৈকত, বাসস এর সাবেক জেলা প্রতিনিধি ফজলুল হক চৌধুরী সেলিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সেক্রেটারী তোফাজ্জাল সোহেল, যমুনা টেলিভিশনের প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি শাকিল চৌধুরী, মোহনা টেলিভিশনের প্রতিনিধি মোঃ ছানু মিয়া, শায়েস্তাঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, বাংলাদেশের খবর প্রতিনিধি ফয়সল চৌধুলী, মানবজমিন শায়েস্তাগঞ্জ প্রতিনিধি শাহ মোস্তুফা কামাল, হবিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শরিফ চৌধুরী, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি দিদার এলাহী সাজু, সাংবাদিক জুয়েল চৌধুরী, সিরাজুল ইসলাম জীবন, সাইবুর রহমান, শাহ মামুন, সাইফুর রহমান তারেক, এইচ এম এলিম, আক্তার হোসেন, এম শাহ আলম, তোফায়েল আহমেদ মনির সময়ের আলোর লাখাই প্রতিনিধি নিতেশ দেব প্রমুখ।