জনাব মোতাচ্ছিরুল ইসলামের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে পানির ফিল্টার উপহার
ঢাকাSunday , 21 June 2020
আজকের সর্বশেষ সবখবর

জনাব মোতাচ্ছিরুল ইসলামের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে এ ডাক্তার ও রোগীদের জন্য পানির ফিল্টার উপহার

Link Copied!

এম এ রাজা।। হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের একের পর এক ব্যতিক্রমধর্মী উদ্যোগে প্রশংসিত হচ্ছেন। করোনা ভাইরাস মহামারী চলাকালীন সময়ে অসহায় মানুষদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি,হবিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নিরাপদ মাতৃত্ব কালীন জরুরী প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন। এরই ধারাবাহিকতায় আজ ২১শে জুন রোজ রবিবার হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে পইল ও তেঘরিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা পেতে আসা রোগী ও কর্তব্যরত ডাক্তারগনের বিশুদ্ধ পানি পান করার জন্য উন্নতমানের পানির ফিল্টার প্রদান করেন।

ছবিঃ মোতাচ্ছিরুল ইসলামের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে পানির ফিল্টার উপহার।

এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান । এসময় উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম বলেন, আগামী দু-একদিনের মধ্যে বাকি ইউনিয়নগুলোর সবগুলো স্বাস্থ্য কমপ্লেক্সে পানির ফিল্টার পৌঁছে দেওয়া হবে।