জনপ্রিয়তা অব্যাহত রাখতে হলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোন বিকল্প নেই-পদ্মাসন সিংহ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 1 February 2022

জনপ্রিয়তা অব্যাহত রাখতে হলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোন বিকল্প নেই-পদ্মাসন সিংহ

Link Copied!

উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেছেন সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম। এজন্যই সংবাদপত্রকে রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ বলা হয়ে থাকে। যমুনার গ্রুপের অর্থায়নে যমুনা টেলিভিশন এবং বহুল প্রচারিত জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে পাঠকের মণিকোটায় স্থান করে নিয়েছে। জনপ্রিয়তা অব্যাহত রাখতে হলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোন বিকল্প নেই।

তিনি মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বানিয়াচংয়ে দৈনিক যুগান্তর ‘স্বজন সমাবেশের’ উদ্যোগে শীর্ষ জাতীয় দৈনিক যুগান্তর’পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি সর্দার আজিমুল হক স্বপনের সভাপতিত্বে ও যুগান্তর পত্রিকার বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটনের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের উপদেষ্টা গোলাম কিবরিয়া লিলু ও বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, যুগান্তর বানিয়াচং উপজেলা প্রতিনিধি জীবন আহমেদ লিটন।

প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় উপস্থিত ছিলেন, দৈনিক সমকাল পত্রিকার বানিয়াচং প্রতিনিধি ও দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার উপ-সম্পাদক রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট লেখক মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, সহকারি শিক্ষক শেখ আবুল মনসুর তুহিন,বানিয়াচং মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দাল মিয়া, দপ্তর সম্পাদক তানজিল হাসান সাগর, নির্বাহী সদস্য শেখ সফিকুল ইসলাম শফিক,ইমতিয়াজ আহমেদ লিলু্

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন,বাংলা টিভির প্রতিনিধি আল আমিন খান, যুবলীগ নেতা মোঃ জসিম উদ্দিন, উপজেলা পরিষদের সিএ ফয়জুর রহমান রুবেল, সাবেক ছাত্রলীগ নেতা কাওছার আহমদ শিহাব, ক্রীড়া সংগঠক মোঃ আবুল কাশেম, আরশাদ ফজলে খোদা লিটন, সাহাঙ্গির আহমদ, এএসআই তোহা, সৈয়দ সাজ্জাদ হাসান,হকার্স সমিতির সাধারণ সম্পাদক মোস্তাকিম মিয়াসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়