মোঃ জাকির হোসেন, মাধবপুর : মাধবপুর উপজেলার ২’নং চৌমুহনী ইউনিয়নের বরজ্বালা বাজার হইতে “শাহ জালালপুর গ্রামে” যাতায়াত করার একমাত্র রাস্তার কালভার্ট’টি কিছুদিন পূর্বে পাহাড়ি ঢলে ভেঙ্গে যায়, এতে করে “শাহ জালালপুর গ্রাম”র জনসাধারণ ও যানবাহন যাতায়াতের দুর্ভোগ পোহাতে হচ্ছিলো।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কালভার্ট’টি নিয়ে জনদুর্ভোগের বিষয়ে সমালোচনা হচ্ছিলো। এমতাবস্থায় উপজেলার চৌমুহনী ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আপন মিয়ার দৃষ্টিগোচর হলে পরে জনদুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত কালভার্ট’টি নির্মাণ কাজ সম্পূর্ণ করে গতকাল বৃহস্পতিবার (১৬’ই জুলাই) বিকাল ৪ ঘটিকার সময় চেয়ারম্যান জনাব মোহাম্মদ আপন মিয়া কালভার্ট’টি পরিদর্শন করেন।
কালভার্টটি দ্রুত নিমার্ণ করে দেওয়াতে উপজেলার চৌমুহনী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আপন মিয়া’কে শাহ জালালপুর গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।