জনগণই আওয়ামী লীগের ক্ষমতার উৎস-বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 4 December 2022
আজকের সর্বশেষ সবখবর

জনগণই আওয়ামী লীগের ক্ষমতার উৎস-বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

রায়হান আহমেদ
December 4, 2022 7:05 pm
Link Copied!

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দু’টি ব্রিজ উদ্বোধনের সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন, জনগণই সকল ক্ষমতার উৎস।

আওয়ামী লীগ সরকার স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী। আওয়ামী লীগ সরকার, উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়নের মহা সড়কে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সরকার মেগা মেগা প্রজেক্ট বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন।

এসব প্রকল্পের কাজ শেষ হলেই দেশের চেহারা বদলে যাবে। উন্নয়নের ধারাবাহিকতায় গ্রাম আজ শহরে রূপান্তরিত হচ্ছে।

রবিবার (৪ডিসেম্বর) বিকেলে উপজেলার কারিশিরী সুতাং নদীর উপর ও নালমুখ বাজার সংলগ্ন নালায় ৪কোটি ৩২লক্ষ টাকা ব্যয়ে ব্রিজ দু’টি উদ্বোধন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল বাছির, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, ভাইস চেয়ারম্যান আবেদা খাতুন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মহালদার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবেদ হাসনাত চৌধুরী সনজু, ইউপি চেয়ারম্যান মানিক সরকার, জাকির হোসেন পলাশ, রুমন ফরাজী, থানার ওসি (তদন্ত) মোঃ গোলাম মোস্তফা, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শেখ জামাল, ছাত্রলীগের সভাপতি শাহজাহান সামি, সাধারণ সম্পাদক সায়েম তালুকদার প্রমুখ।