জণগণের নিরাপদ যাতায়াতের জন্য আন্ডারপাসের দাবী করেছি-এমপি কেয়া চৌধুরী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 20 May 2024

জণগণের নিরাপদ যাতায়াতের জন্য আন্ডারপাসের দাবী করেছি-এমপি কেয়া চৌধুরী

Link Copied!

মহাসড়কের নবীগঞ্জ এবং বাহুবল উপজেলার অংশের বিভিন্ন চেইনেজে জনবহুল স্থান, অর্থনৈতিক কেন্দ্র, হাট-বাজার, ইন্টারসেকশন এবং পার্শ্ব সড়ক রয়েছে, যেখানে প্রকল্পের আওতায় কোন ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণ কাজ অন্তর্ভুক্ত না থাকায় জনগণের নিরাপদের জন্য আন্ডারপাসের জন্য ডিও প্রদান করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

জানা যায়, ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন সাসেক প্রকল্পের আওতায় ৬লেন বিশিষ্ট সড়কে উন্নীত করা হবে।এতে জাতীয় মহাসড়কে উচ্চ গতিতে যানবাহন চলাচল করলে এলাকার স্থানীয় যানবাহন এবং পথচারীদের জন্য মহাসড়কটি নিরাপদে পারাপার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে এবং সড়ক নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে।

এরই পরিপ্রেক্ষিতে বাহুবল উপজেলার সুলতানপুর দক্ষিণ, মিরপুরের শ্রীমঙ্গল সংযোগ সড়ক মোড়, তোগলী, দৌলতপুর বাজার, বাহুবল ফায়ার সার্ভিস এলাকা, মৌচাক বাজার, চালিতাতলা বাজার, মুগকান্দি, ডুবাইঐ বাজার, পুটিজুরী বাজার, দিগম্বর বাজার এবং নবীগঞ্জ উপজেলার বড়চড় বাজার, রোকনপুর বাজার, পানিউমদা বাজার, ফুলতলী বাজার, জনতা বাজার, দেবপাড়া বাজার, সদরঘাট বাজার, সরফরাজপুর, রুস্তমপুর, আউশকান্দি,সৈয়দপুর বাজার,পিটুয়া উপরোক্ত স্থান সমূহে স্থানীয় ট্রাফিক এবং পথচারির সংখ্যা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয়তার নিরিখে ফ্লাইওভার বা পথচারী আন্ডারপাস নির্মাণ এর জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বরাবরে ডিও লেটার প্রদান করেন।

এতে জনসাধারণ যেমন উপকৃত হবে তেমনি বেগবান হবে এলাকার অর্থনীতি।এছাড়াও ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণ হলে‌ সড়কের উভয় পার্শ্বে বিদ্যমান সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবাই উপকৃত হবে বলেও মনে করছেন স্থানীয়রা।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়