মোঃ সামছুউদ্দিন || দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেলো জন্মান্তরের বাঁধন কোথা হারাল? যে মা ছেলেকে দশমাস দশদিন পেঠে আগলে রেখে বরণপোষন করে মানুষ করেছেন ,সেই ছেলে ই নাকি গর্ভধারিনী মা’কে ঘর থেকে বের করে দিয়েছে। মঙ্গলবার (২৪ আগষ্ট) হবিগঞ্জ চীফ জুডিসিয়াল আদালতে দেখা হয় এমনি একজন অভাগী মায়ের সাথে। কোথায় আছেন আজ সেই মা খোঁজ রাখেনি চুনারুঘাট ৫ নং শানখলা ইউনিয়নের বাসিন্দা ছেলে শাহজাহান। বাবার মৃত্যু হয়েছে এখনো ৩০ দিন হয়নি এর মধ্যেই গর্ভধারনী মাকে নির্মম নির্যাতন করে গৃহছাড়া করলো ছেলে শাহজাহান।
গ্রাম মাতব্বরদের কাছে গিয়েও কোন সাহায্য মিলেনি। নিরুপায় হয়ে এক মেয়েকে নিয়ে হাজির হন চুনারুঘাট থানায় সেখানেও মিলেনি কোন সাহায্য। অবশেষে কোর্টের বারান্দায় মা ও মেয়ে। জানা যায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পরে ২৫ দিন আগে মৃত্যু বরণ করেন বাবা আব্দুল মজিদ। সম্পত্তি বলতে কিছুই নেই ৫ ছেলে ও ৩ মেয়ে নিয়ে বৃদ্ধা হেনা বেগমের সংসার সব ছেলে মেয়েরা সবার সবার সংসার নিয়ে ব্যস্ত কিন্তু মাকে নিয়ে যত মাথা ব্যাথা সব ছেলে শাহজাহানে।
জানা যায়, হেনা বেগমের স্বামীর মৃত্যুর কয়েক দিন পর থেকে ঘর থেকে চলে যাওয়ার জন্য বিভিন্ন ভাবে মা হেনা বেগমকে নির্যাতন করে আসছেন তারই ছেলে শাহজাহান। উপায় না পেয়ে মেয়ে জাহেদা খতুনের কাছে চলে আসেন মা হেনা বেগম। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়েরও করেছেন চুনারুঘাট থানায়।
এ বিষয়ে অভিযুক্ত ছেলে শাহজাহানের মা হেনা বেগম বলেন, আমার স্বামী দুনিয়াতে নেই ৩০ দিন হয়ে গেছে। আমার স্বামী না থাকায় আমার ছেলে ও তার স্ত্রী আমেনার গলার কাঁটা হয়ে গেছি। আমার ছেলে আমাকে ঘরছাড়া করেছে। অবশেষে আমি আমার মেয়ের শশুর বাড়িতে আশ্রয় নিয়েছি।
এ বিষয় হেনা বেগমের মেয়ে জাহেদা খাতুন বলেন., আমার মা-বাবা আমাদের সকল ভাই বোনকে কষ্ট করে বড় করেছেন। বাবা না থাকায় আমার ভাই ও আরেক বোন আমার মাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন। উপায় না পেয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি, চুনারুঘাট থানায় একটি অভিযোগও দায়ের করেছি বলে জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত ছেলে শাহজাহানের মোবাইল নাম্বারের যোগাযোগ করার চেষ্টা করলে একাধিক বার ফোন করেও তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
মাকে নির্যাতনের অভিযোগের দায়িত্বরত তদন্ত কর্মকর্তা চুনারুঘাট থানার এস আই আশিক বলেন, অভিযোগ এসেছে আমরা বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছি।