ছাত্রীদের যৌন হয়রানি, শিক্ষকদের টাকা আত্মসাৎ ও নিয়োগের প্রশ্নপত্র ফাঁসসহ নানা অভিযোগ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 27 August 2020
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রীদের যৌন হয়রানি, শিক্ষকদের টাকা আত্মসাৎ ও নিয়োগের প্রশ্নপত্র ফাঁসসহ নানা অভিযোগ

অনলাইন এডিটর
August 27, 2020 1:54 am
Link Copied!

ছবি: সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও মাদ্রাসার সহকারী অধ্যাপক সাগর উদ্দিন ভূঁইয়া।

 

তারেক হাবিব : শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগের দুর্নীতির নেপথ্যে রয়েছেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও মাদ্রাসার সহকারী অধ্যাপক সাগর উদ্দিন ভূঁইয়া।

মাদ্রাসা নিয়োগে দুর্নীতি ছাড়াও তার বিরুদ্ধে ছাত্রী-শিক্ষিকাদের যৌন হয়রানি, শিক্ষকদের টাকা আত্মসাৎ ও শিক্ষক নিয়োগে প্রশ্নপত্র ফাঁসের গুরুতর অভিযোগ রয়েছে। স¤প্রতি শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগের দুর্নীতির ঘটনায় আলোচনায় আসেন সাগর উদ্দিন ভুঁইয়া। তার নেতৃত্বেই অযোগ্য অধ্যক্ষ প্রার্থী মোঃ সাহাব উদ্দিনকে দুর্নীতির আশ্রয়ে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়।

মাদ্রাসা সূত্রে জানা যায়, মাদ্রাসায় সাহাব উদ্দিনকে অধ্যক্ষ নিয়োগের পরিকল্পনায় অভিভাবক সদস্য বিএনপি নেতা শাহজাহান ও আব্দুল হকের মাধ্যমে কৌশলে সহকারী অধ্যাপক সাগর উদ্দিন ভূঁইয়াকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়। যার ফলে দুর্নীতির আশ্রয়ে অধ্যক্ষ নিয়োগের কাজটি তাদের জন্য সহজ হয়ে যায়। উল্লেখ্য, শাহজাহান কখনো বিএনপি আবার কখনো আওয়ামী লীগ পরিচয় দিয়ে থাকেন।

এর আগে বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসায় ছাত্রী যৌন হয়রানির অভিযোগে সাগর উদ্দিনকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়। উক্ত মাদ্রাসা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বিভিন্ন সময় অনেক ছাত্রী যৌন হয়রানির অভিযোগ করেন। পরে এক ছাত্রীর যৌন হয়রানির লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ঘটনা প্রমাণিত হওয়ায় তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ ঘটনার জন্য তৎকালীন গভর্নিং বডির সভাপতি আব্দুল মজিদ খান এমপি তাকে পুলিশে দিতে চান। পরে সাগর উদ্দিন ক্ষমা চেয়ে পদত্যাগপত্র দিয়ে আসেন। এর পরেই তিনি শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন। বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দাল হোসেন খান উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক আমার হবিগঞ্জ’কে বলেন, ‘‘মাদ্রাসার ছাত্রীদের যৌন হয়রানির কারণে তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়। এমপি আব্দুল মজিদ খানের সভাপতিত্বে সালিশে তার দোষ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়’’।

এদিকে শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার কয়েকজন শিক্ষকের সাথে আলাপ করে জানা যায়, মাদ্রাসার ইতিহাসে এর আগে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনকালীন কেউ অতিরিক্ত টাকা নেন নি। অথচ অযোগ্য অধ্যক্ষ প্রার্থী মোঃ সাহাব উদ্দিনকে দুর্নীতির আশ্রয়ে অধ্যক্ষ নিয়োগ দেওয়ায় সাগর উদ্দিনের পুরস্কার হিসেবে অধ্যক্ষের বেতনের ১০% টাকা দেওয়ার জন্য মাদ্রাসায় রেজুলেশন পাশ হয়। কিন্তু এ বছর শিক্ষকদের ঈদ বোনাস দেওয়া হয়নি। যা প্রতিবছর দেওয়া হয়ে থাকে।

এছাড়া মাদ্রাসায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিচালকের দায়িত্বে থেকে হল পরিদর্শক শিক্ষকদের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে সাগর উদ্দিনের বিরুদ্ধে। পরে এ বিষয়ে স্থানীয় পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ পায়। এদিকে, শায়েস্তাগঞ্জ আইডিয়াল স্কুলের সভাপতির দায়িত্বে থাকা অবস্থায় সাগর উদ্দিনের বিরুদ্ধে স্কুলের শিক্ষক নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে। তিনি পছন্দের প্রার্থীদের শিক্ষক নিয়োগের জন্য তাদের নিকট থেকে টাকা গ্রহণ করে প্রশ্ন ফাঁস করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে বহিষ্কার করে স্কুল কর্তৃপক্ষ।

এসব অভিযোগের বিষয়ে মোঃ সাগর উদ্দিন ভূঁইয়া’র সাথে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পাবার পর তিনি তথ্য এড়িয়ে ফোন কেটে দেন।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয় শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসাকে কামিল স্তরের অন্তর্ভুক্ত করে এবং কামিল এমপিও অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার প্রজ্ঞাপন জারি করে। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনকে উপেক্ষা করে কামিল মাদ্রাসাকে ফাজিল মাদ্রাসা দেখিয়ে মোঃ সাহাব উদ্দিনকে অধ্যক্ষ নিয়োগ দিয়েছে। অথচ সাহাব উদ্দিনের কামিল স্তরের অধ্যক্ষের যোগ্যতা নেই।