
ছবি: মাধবপুর প্রেসক্লাবে যমুনা গ্রুপ ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্টাতা নুরুল ইসলাম বাবুলের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
রুবেল, মাধবপুর : দৈনিক যুগান্তর পত্রিকার ২২ বছর পদার্পন উপলক্ষে পত্রিকা ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম বাবুলের স্মরণে মাধবপুর প্রেসক্লাব কার্যলয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (৪’ নবেম্বর) মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর মাধবপুর উপজেলা প্রতিনিধি রুকন উদ্দিন লষ্কর এর উদ্যেগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, বিশেষ অতিথি মাধবপুর থানার অফিস ইনচার্জ জনাব ইকবাল হোসেন, অফিস ইনচার্জ তদন্ত আমিনুল ইসলাম, প্রেস ক্লাব সেক্রেটারী সাব্বির হাসান,আরো ইউনিয়নের চেয়ারম্যান ফারুক পাঠান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সাবেক প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহা. অলিদ মিয়া, সাংবাদিক আইয়ূব খান সহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে যমুনা গ্রুপ মিলাদ মাহফিল ও দোয়া করা হয়।