চ্যানেল এস টেলিভিশনে হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ আলফু মিয়া। বৃহস্পতিবার (২৭জুন) প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুজিত চক্রবর্তী এবং জয়েন্ট এডিটর টিএইচ এম জাহাঙ্গীরের উপস্থিতিতে মোঃ আলফু মিয়াকে প্রতিনিধি পরিচয় পত্র প্রদান করা হয়।
আলফু মিয়া দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সুনামের সাথে সাংবাদিক পেশায় নিয়োজিত। তিনি স্থানীয় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন। এছাড়াও বিভিন্ন মিডিয়াতে তিনি কাজ করেছেন।
আলফু হবিগঞ্জ জেলার বিবিধ সমস্যা,সম্ভাবনা নিয়ে সততার সাথে কাজ করতে অঙ্গীকারবন্ধ। যে কেউ তথ্য দিয়ে সহযোগিতা করতে হবিগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান তিনি। সংবাদ বিষয়ক যেকোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে এই নম্বরে (০১৭৫৯৫২২৬৫১) যোগাযোগের জন্য অনুরোধ করেন তিনি ।