তারেক হাবিব, প্রধান প্রতিবেদক ॥ চৈত্রের তাপ-দাহে হবিগঞ্জে অবশেষে স্বস্থির বৃষ্টির দেখা মিলেছে। সম্প্রতি গরমের অতিষ্ঠ হয়ে পড়া জনজীবন পেয়েছে কিছুটা শান্তির ছোঁয়া।
সম্প্রতি করোনা ভাইরাসের আতঙ্কে ঘরে বসে থাকা লোকজন গরম উপেক্ষা করে শরীর ভেজাল বৃষ্টিতে। ২ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ জেলার কয়েকটি উপজেলার এক নাগারে বৃষ্টি নামে। কোন-কোন স্থানে আবার হয়েছে শিলাবৃষ্টি হয়েছে।
মাধবপুর উপজেলার কয়েকটি স্থানে শিলা বৃষ্টি হয়েছে। তবে কেউ-কেউ মনে করছেন এ শিলা বৃষ্টিতে ধানের মুকুলের খুব বেশী ক্ষতি হতে পারে। তবে সাম্প্রতিক বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রভাব বিস্তার রোধে মুখ্য ভূমিকা রাখবে বলে মনে করেন।