চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামকে পৌর আওয়ামীলীগের সম্মাননা প্রদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 24 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামকে পৌর আওয়ামীলীগের সম্মাননা প্রদান

Link Copied!

 

স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ” উপলক্ষ্যে হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি, কর্মী সভা ও মাক্স বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন এডঃ আবু জাহির এমপি।

এ উপলক্ষে হবিগঞ্জ টাউন হলে পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোতাচ্চিরুল ইসলাম এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। পৌর আওয়ামীলীগ সভাপতি এডঃ নিলান্দ্রী শেখর পুরস্কায়স্থ টিটুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী।

উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মিজানুর রহমান, পৌর আওয়ামলীগের সহ-সভাপতি আব্দুর রহমান, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একেএম নুরুদ্দিন চৌধুরী বুলবুল, শাবাজ চৌধুরী, শেখ মামুন। এছাড়াও প্রতিটি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলন।

সভায় হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম সিলেট বিভাগে শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

ছবি: মোতাচ্ছিরুল ইসলামকে পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান

 

উল্লেখ্য, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ইতিপূর্বে মোতাচ্ছিরুল ইসলাম হবিগঞ্জের ৯টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। পরে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিগত ১ বছর বিশেষ অবদান রাখায় সিলেট বিভাগে শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।