স্টাফ রিপোর্টার || নির্বাচন কমিশনের ঘোষিত তৃতীয় ধাপে তফসিল অনুযায়ী ২৮শে নভেম্বর অনুষ্ঠিত হবে হবিগঞ্জ সদর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন ।
এরই ধারাবাহিকতায় সদর উপজেলার ৬ নং রাজিউড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম মহরম আলীর পুত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তাজউদ্দিন আহমেদ মনোনয়ন ফরম জমা দিয়েছেন রিটার্ন অফিসারের কার্যালয়ে।

ছবি : চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন রাজিউড়ার তাজউদ্দিন
রবিবার (৩১শে অক্টোবর ) দুপুরে হবিগঞ্জ জেলা প্রেসক্লাব এর কাছে অবস্থীত জেলা প্রানী সম্পদ অফিসে ৯ নং নিজামপুর ও ৬ নং রাজিউড়া ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার ও উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ রনজিৎ কুমার আচার এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেন চেয়ারম্যান প্রার্থী তাজউদ্দিন আহমেদ।
এ সময় তরুন প্রজন্মের সমাজ সেবক রাজিউড়া ইউনিয়নের বাসিন্দা আরিফ আহমেদ বলেন চেয়ারম্যান প্রার্থী তাজউদ্দিন আহমেদের বাবা ছিলেন সেবক ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান তার ছেলে নির্বাচিত হোক এটাই আমাদের রাজিউড়া ইউনিয়নবাসী প্রত্যাশা এরই সাথে একটি সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত আরিফ আহমেদ।
মনোনয়ন ফরম দাখিলের সময় উপস্থিত ছিলেন রাজিউড়া ইউনিয়নের কাটাকালী গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজী লুৎফুর রহমান, উপস্থিত ছিলেন জয়রামপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি মোঃ আশ্রাব আলী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নজির মিয়া, ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল মতিন, আরিফ আহমেদ, আলমগীর মিয়া, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার খায়রুল ইসলাম সাব্বির, নাহিদ প্রমুখ।