আজিজুর রহমান, বাহুবল : চুরি ও বিভিন্নরকম অপরাধ বৃদ্ধি পাওয়ায় বাহুবল মডেল থানার উদ্যোগে মিরপুর ইউনিয়নের ৮/৯ নং ওয়ার্ডের সর্বসাধারণ নিয়ে মহাশয় বাজারে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ জনাব কামরুজ্জামান মিয়া। উপস্থিত ছিলেন তদন্ত অফিসার জনাব আলমগীর মিয়া মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব সাইফুদ্দিন লিয়াকত, ইউ/পি সদস্য জনাব কদ্দুস মিয়া, জনাব আফরোজ মিয়া,এস আই সাহেদ মিয়া, বাহুবল উপজেলা আহব্বায়ক সৈয়দ মিলাদ মিয়া, পুজা উদযাপন জেলা শাখার যুগ্ম সম্পাদক নিরঞ্জন সাহা নিরু, বিশ্বজিত ভট্টাচার্য, বিপুল ভট্টাচার্য, দুলাল’সহ প্রমূখ।
সভায় বক্ততারা বর্তমানে এলাকার বিভিন্ন মন্দিরে চুরি সংঘটিত হওয়ায় এলাকার মানুষের মধ্যে আতংকিত বিরাজ করছে, তাই প্রত্যেক মন্দিরে, বাজার ও পাড়া মহল্লায নিজস্ব পাহাড়াদারের ব্যবস্থা করতে হবে এবং রাত্রে ১২ টার পর কোন রকমের যানবাহন চলাচল ও অপরিচিত কোন ব্যক্তি এমনকি স্হানীয কোন ব্যক্তি রাস্তা ঘাটে ঘুরাঘুরি করলে ও তাকে প্রশাসনের হাতে সোপর্দ করার জন্য অনুরোধ করা হয়।