চুনারুঘাট হতে পারে পুরোপুরি লকডাউন : ইউএনও - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 7 June 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাট হতে পারে পুরোপুরি লকডাউন : ইউএনও

Link Copied!

এম এ রাজাঃ চুনারুঘাট উপজেলার ইউএনও সত্যজিত রায় দাশ জরুরী ভিত্তিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে।
গত(৬ জুন) শনিবার রাত ৭টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় কোভিড-১৯ পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে নিয়ে উন্মুক্ত আলোচনা সভা করা হয়।

সভায় ইউএনও চুনারুঘাটের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং উপর্যুক্ত পরিস্থিতি তে লক ডাউনের বিষয়ে সাংবাদিকদের মতামত গ্রহন করেন৷ ইউএনও বলেন পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে আমরা লকডাউনের মতো সিদ্ধান্ত নিতে বিষয়টি বিবেচনায় রেখেছি। কেননা করোনা রোগী চুনারুঘাটে দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) মিল্টন চন্দ্র পাল, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সহ-সভাপতি শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক এসএম শওকত আলী, সাংগঠনিক সম্পাদক মীর জুবায়ের আলম, আঞ্চলিক প্রেসক্লাব সভাপতি নুর উদ্দিন সুমন।