ফরিদ উদ্দিন মাসউদ, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উজেলার ৫নং শানখলা ইউনিয়নের মহিমাউড়া গ্রামের কাছে সুতাং নদীতে জাল দিয়ে মাছ ধরতে এসে একব্যক্তি নিখোঁজ হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব জাহির মিয়ার বড় ভাই জনাব আকল মিয়া ০৯/০৬/২০২০ইং মঙ্গলবার আনুমানিক ভোর ৬ টায় সুতাং নদীতে মাছ ধরতে আসেন। পানির নিচে জাল আটকা পরায় তিনি নদীতে ডুব দেন।
অনেক্ষন যাওয়ার পরেও উঠতে পারেননি। ফায়ারসার্ভিস এর লোকজন দীর্ঘক্ষণ নদীতে তালাশের পরে এখত তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।