মোহাম্মদ হুমায়ূন, চুনারুঘাট প্রতিনিধিঃ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারীতে গৃহবন্দি নিম্নআয়ের মানুষ রয়েছেন সবচেয়ে বেশি বিপাকে। কোথাও কাজ নেই। নেই কোন সহায়সম্বল। যাহা ছিল ইতিপূর্বে শেষ। তাই তাদের কাটাতে হচ্ছে অসহায় জীবন-যাপন। এরই মাঝে বিদ্যানন্দন ফাউন্ডেশন কর্তৃক প্রত্ত ত্রাণ যেন ফিরে পেয়েছে জীবনে আশার আলো।

ছবি : চুনারুঘাট সীমান্তে ত্রাণ বিতরণ করছে বিজিবি
সোমবার (১১ মে) সকাল ১০ ঘটিকার সময় অসহায় গরীব ও নিম্নআয়ের শ্রমজীবী ১৮০ টি পরিবারের মধ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত ত্রাণ সামগ্রী হবিগঞ্জ (৫৫ বিজিবি) ব্যাটালিয়ান এর ব্যবস্থাপনায় চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী বাল্লা,কালেঙ্গা বিউপি সংলগ্ন মাঠে এবং রেমা বিউপি দায়িত্বপূর্ণ এলাকার নদীর ঘাটে বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রী মধ্যে রয়েছে চাল ,আটা ,ডাল, ছোলা, তৈল এবং লবণ। হবিগঞ্জ ব্যাটালিয়ান (৫৫ বিজিবি) এর অধিনায়ক সহকারি পরিচালক সামীউন্নবীর চৌধুরী। কোম্পানি বিউপি কমান্ডার, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ,এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গের উপস্থিতিতে করোনাভাইরাস সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ফলে স্থানীয় প্রশাসন ও সাধারণজনগন বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং বিজিবি’কে ধন্যবাদ জ্ঞাপন করেন।