চুনারুঘাট সাদ্দাম বাজার গরুসহ চোর আটক-১ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 26 August 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাট সাদ্দাম বাজার গরুসহ চোর আটক-১

অনলাইন এডিটর
August 26, 2020 12:45 am
Link Copied!

ছবি: গরুসহ চোর আজিদ মিয়া (৩৫)।

মোহাম্মদ হুমায়ূন, চুনারুঘাট : চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউপি’র ৯নং ওয়ার্ডের ধুদপাতিল গ্রামের আতাব উল্লার পুত্র মাসুক মিয়ার একটি গরু গত সোমবার দিবাগত রাত প্রায় আড়াই টার দিকে গোয়াল ঘরের দরজা ভেঙে চুরি করে নিয়ে যায়। গরু হারিয়ে মাসুক মিয়া দিশেহারা। বিভিন্ন এলাকার গ্রামবাসীর মাঝে এ খবর ছড়িয়ে পড়ে।

গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০ টার দিকে দেখা যায় সাদ্দাম বাজার এলাকায় ধুতপাতিল গ্রামের রফিক মিয়ার পুত্র আজিদ মিয়া (৩৫) একটি গরু নিয়ে নালুয়া চা বাগানের ডুলনা ফাঁড়ি বাগানের রাস্তা ধরে দক্ষিণ ইকরতলী যাচ্ছে। সে এলাকার লোকজন ব্যক্তি দ্রুত সাদ্দাম বাজারে এ খবরটি দেয়।

এ খবর পেয়ে যুবলীগ নেতা ফারুক মিয়া, রফিকুল ইসলাম সাদ্দাম বাজার যুব সংঘের সদস্যবৃন্দ ও সাদ্দাম বাজার এলাকার সাধারণ মানুষ ধাওয়া করলে সে গরু রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অবশেষে সাধারণ জনতা বহুখুঁজাখুঁজির পর ২নং আহম্মাদাবাদ ইউপি’র গেড়ারুক হতে তাকে ধরতে সক্ষম হয়। পরবর্তীতে চুনারুঘাট পুলিশ থানায় তাকে সপর্দ করা হয়।

অবশেষে গরুর মালিক মাসুক মিয়ার কাছনে গরু হস্তান্তর করে আসামি আজিদ মিয়াকে পুলিশ হেফাজতে প্রেরণ করা হয়।