চুনারুঘাট সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে তেলেসমাতি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 19 March 2024

চুনারুঘাট সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে তেলেসমাতি

Link Copied!

চুনারুঘাটে দূর্নীতি ও অনিয়মের মাধ্যমে পরিত্যাক্ত রাইস মিল থেকে পুরনো চাল ক্রয়ের অভিযোগের ঘটনায় চুুনারুঘাট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির আলীর বিরুদ্ধে তদন্তে তেলেসমাতি করা হয়েছে। এ কারণে জনমনে নানা প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে গঠিত তদন্ত কমিটির সদস্য বেনু গোপাল, রেজাউল ইসলাম। দুজনই সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী। একজন বসেন হবিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে আরেকজন শায়েস্তাগঞ্জে।

এ নিয়ে গত কয়েকদিন ধরে তদন্ত কমিটির সদস্যদের সাথে অভিযুক্ত আমির আলীর বেশ খাতির জমে উঠেছিল বলে জানা গেছে। সোমবার (১৮মার্চ) দুপরে সরেজমিনে দৈনিক আমার হবিগঞ্জের সাংবাদিক পরিচয়ে তদন্ত কমিটির সদস্য বেনু গোপাল এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমির আলীর বিরুদ্ধে তেমন কোন তথ্য পাওয়া যায়নি। অভিযোগ মিথ্যা। পরিত্যাক্ত মিল থেকে অনেক পুরনো চাল সংগ্রহ করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে কৌশলে তথ্য এড়িয়ে যান তিনি।

এর আগে, চুনারুঘাটে ২০২৩ ও ২৪ সালের সিদ্ধ ও আতপ সংগ্রহে অনিয়মের ঘটনায় হবিগঞ্জের জেলা প্রশাসক ও দূর্নীতি দমন কমিশন (দুদক) বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় কয়েকজন সংবাদকর্মী। অভিযোগটি আমলে নিয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে তদন্তের নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক।

অভিযোগ সুত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার পরিত্যাক্ত মেসার্স ভাই ভাই অটো রাইস মিল ও মেসার্স ফাহিম অটো রাইস মিলের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে নষ্ট-পুরনো সিদ্ধ ও আতপ চাল সংগ্রহ করেন চুনারুঘাট ওসিএলএসডি আমির আলী। পরে কৌশলে কিছু চাল বিতরণ করেন স্থানীয় ডিলারদের মাঝে। এ ছাড়াও ক্রয়কৃত নতুন চাল সিন্ডিকেট করে অপেক্ষাকৃত কম দামে বিক্রি করেন স্থানীয় ডিলারদের মাঝে।

বিস্তারিত তথ্য উল্লেখ করে সোমবার হবিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা চাই থোয়াই প্রু মার্মা’র সাথে সরেজমিনে যোগাযোগ করা হলে তিনি জানান, তদন্তে প্রাপ্ত তথ্য দিয়ে প্রতিবেদন দাখিল করা হবে। এ ব্যাপারে কারো হস্তক্ষেপ কাম্য নয়। পরে বিষয়টি হোয়াটসঅ্যাপ’এর মাধ্যমে হবিগঞ্জের জেলা প্রশাসককে অবগত করা হয়।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়