চুনারুঘাট সরকারি কলেজে পিঠা উৎসব - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 21 March 2023

চুনারুঘাট সরকারি কলেজে পিঠা উৎসব

Link Copied!

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পিঠা ও বসন্ত উৎসব উৎযাপন করা হয়েছে ।  মঙ্গলবার (২১ মার্চ) চুনারুঘাট সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে অধ্যক্ষ নবী হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।

চুনারুঘাট সরকারি কলেজের উদ্যোগে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে। এতে সকল ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নানা ধরনের খেলাধুলার প্রতিযোগীতার আয়োজন করা হয়।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সাংস্কৃতিক সাংবাদিকবৃন্দ ।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়