চুনারুঘাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নবী হোসেনের বিরুদ্ধে জমেছে অভিযোগের পাহাড়। গত দেড় বছর অধ্যক্ষের দায়িত্ব পালনকালে তিনি লুটেপুটে খাচ্ছেন কলেজের সম্পদ। ক্ষমতার অপব্যবহার, সীমাহীন অনিয়ম-দুর্নীতি ও চরম স্বেচ্ছাচারিতার অভিযোগ আছে তার বিরুদ্ধে।
নিজেকে ‘ব্রাহ্মণবাড়িয়ার ছেলে’ পরিচয় দিয়ে কাউকে তোয়াক্কা করেন না নবী হোসেন। প্রশংসাপত্রে অতিরিক্ত ফি আদায়, কলেজের ফান্ড থেকে ব্যক্তিগত অতিরিক্ত খরচ, কলেজের জন্য বরাদ্দকৃত ফ্রীজ-ওভেন বাসায় নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার, রেজুলেশন ও নিলাম ছাড়াই পুরাতন বই, কাঠের আলমিরাসহ বিভিন্ন পরিত্যক্ত জিনিসপত্র বিক্রি। এ ছাড়াও জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্টা ও জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও দিবস পালনে অধ্যক্ষ প্রফেসর মোঃ নবী হোসেনের অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে।
এদিকে, অধ্যক্ষ প্রফেসর মোঃ নবী হোসেনের নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্করকে একাধিকবার অবগত করেছেন শিক্ষার্থী ও ভুক্তভোগীরা। নাম প্রকাশ্যে এক শিক্ষার্থী জানান, প্রতিদিন সকাল ১১টায় ২টি ডাব, সবড়ি কলা এবং হাঁসের সেদ্ধ ডিম প্রয়োজন হয় অধ্যক্ষ প্রফেসর মোঃ নবী হোসেনের। নিজের সাথে তার নিকটতম বন্ধু-বান্ধবরাও সামিল হন এ আয়োজনে। খরচের টাকা যায় কলেজ ফান্ড থেকে।
এ ব্যাপারে অভিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ নবী হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার আংশিক সত্যতা স্বীকার করে জানান, ওভেন আমার বাসায় হেফাজতে রেখেছি তবে বাকী অভিযোগ মিথ্যা। যোগাযোগ করলে চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর জানান, অধ্যক্ষ প্রফেসর মোঃ নবী হোসেনের বিরুদ্ধে অভিযোগগুলো শুনেছি তবে কেউ লিখিতভাবে জানায়নি।
অবগত করলে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে সরকারী কমিশনার (ভুমি) মাহবুব আলম মাহবুব জানান, কোন লিখিত অভিযোগ পেলে উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।