রায়হান আহমেদ : চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে হাঁস ও মাস্ক বিতরণ এবং বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সদর ইউনিয়ন পরিষদে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এতে ইউপি চেয়ারম্যান কাউছার আহাম্মদ বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ পাল, হেলিওস হোল্ডিংস কোম্পানির এমডি এম.এ মালেক, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাক আহাম্মদ বাহার, ইউপি সদস্যবৃন্দ সহ অন্যরা।
অসহায় পরিবারকে স্বাবলম্বী করার প্রয়াসে হাঁস বিতরণ করা হয়। করোনা ভাইরাসের থাবা থেকে বাঁচার জন্য মাস্ক বিতরণ ও প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষ রোপন করা হয়।