সৌরভ আহমেদ শুভ, চুনারুঘাট : নোবেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবের কারণে বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশ ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। এতে করে বাংলাদেশের পিছিয়ে পড়া মানুষ সামাজিক ও অর্থনৈতিক ভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই প্রাক্কালে জামিলুর রহমান চৌধূরী হেলাল মিয়ার প্রচেষ্টা উদ্দীপনায় সমাজের কিছু বিবেকবান মানুষ দ্বিতীয় পর্যায়ে আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসছেন।
উনাদের আর্থিক সহযোগিতায় চুনারুঘাট সদর ইউনিয়নের দুই নং ওয়ার্ড সহ নরপতি গ্রামের ৭৬’টি পরিবারকে আর্থিক সহায়তা হিসাবে ৫০০’টাকা করে প্রদান করা হয়।
যারা এই মহতি কাজে এগিয়ে এসেছেন তারা হলেন জনাব মাহবুবুল ওয়াদুদ মুর্শেদ (ইউএসএ), জনাব মোঃ আনোয়ারুল হক চৌধুরী (মরিশাস), জানবা ইসরাত জাহান চৌধুরী বেলী (ইউকে), আসিফুল হক চৌধুরী তুষার (অস্ট্রেলিয়া) জানবা মোছাঃ কামরুন্নাহার চৌধুরী বেদানা (ঢাকা), তোয়ায়েফুর রহমান চৌধুরী।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব মোস্তাফিজুর রহমান চৌধুরী। সার্বিক সহযোগিতায় ছিলেন চুনারুঘাট উপজেলার (ভূমি) অফিসের কর্মকর্তা জনাব আমিনুল ইসলাম চৌধুরী মিল্টন পাল, মশিউর রহমান চৌধুরী ফয়সল, কামরান চৌধুরী, একলাছ চৌধুরী সহ আরো অনেকেই।