চুনারুঘাট মানিকভান্ডারে বিজিবির চিরুনী অভিযান- জব্দ ভারতীয় ২টি গরু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 10 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাট মানিকভান্ডারে বিজিবির চিরুনী অভিযান- জব্দ ভারতীয় ২টি গরু

Link Copied!

 

মোহাম্মদ হুমায়ূন, চুনারুঘাট : চুনারুঘাটের গুইবীল সিমান্তবর্তী এলাকা চোরাচালান ও মাদক পাচারের নিরাপদ কেন্দ্রবিন্দু। বিজিবির অভিযানে সরব উপস্থিতি যেন তাদের কর্ণপাতের ধরা ছোয়ার বাহিরে।এলাকা যেন ভারতীয় মাদক, গরু ও চাপাতা পাচারে মাদক সম্রাটদের দখলে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল ৫ ঘটিকায় মেইন পিলার ১৯৬৮/৬ এস হতে ২০ গজ বাংলার অভ্যন্তরে মানিকভান্ডার নামক স্থান হতে ভারতীয় ২টি গরু জব্দ করে।

এসময় গরু পাচারকারীদের গ্রেফতার করা যায়নি। উক্ত গরুর সিজার মূল ১,লক্ষ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন গুইবীল বিওপি কমান্ডার জেসিও -৯১৫৫ নায়েক সুবেদার বোরহান উদ্দিন। তিনি বলেন পাচারকারীদের গ্রেফতার ও পরবর্তী কার্যক্রম অব্যহত রয়েছে।