চুনারুঘাট বাল্লা সীমান্তে প্রশাসনের উচ্ছেদ অভিযান : ৩৩ শতক ভূমি উদ্ধার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 6 December 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাট বাল্লা সীমান্তে প্রশাসনের উচ্ছেদ অভিযান : ৩৩ শতক ভূমি উদ্ধার

অনলাইন এডিটর
December 6, 2020 9:00 pm
Link Copied!

ছবি: চুনারুঘাট বাল্লা সীমান্তে প্রশাসনের উচ্ছেদ অভিযান।

 

এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাল্লা সীমান্তের টেকেরঘাট গ্রামে উচ্ছেদ অভিযান পরিচালনা করে পানি উন্নয়ন বোর্ডের ৩৩ শতক ভূমি উদ্ধার করেছে প্রশাসন।

রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল। এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহ নেওয়াজ তালুকদার।

এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী জানান, ১৯৭৫ সালে পানি উন্নয়ন বোর্ড গাজীপুর মৌজার ৪৫৮ নং খতিয়ানের ২০৮০ দাগের মোট ৩৩ শতক ভূমি অধিগ্রহণ করে।উল্লেখিত ভূমি অধিগ্রহন করায় ১৯৯৫ সালে উক্ত ভূমির মালিকানা দাবী করে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন ভূমির অবৈধ দখলীয় মালিক মোঃ কালা মিয়া সর্দার ও তাঁর লোকজন। ২০০৪ সালে নিম্ন আদালত রায় প্রদান করে পানি উন্নয়ন বোর্ডের পক্ষে।

২০০৪ সালে কালা মিয়া সর্দারের পুত্র লাউছ মিয়া ও মোঃ হারিছ মিয়া জেলা ঝঝ আদালতে মামলা আপিল করলে ২০০৬ সালে পুনরায় মামলার রায় হয় পানি উন্নয়ন বোর্ডের পক্ষে। রায়ের প্রায় ১৪ বছর পরে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে জানতে চাইলে প্রকৌশলী বলেন, তাদের ভূমি ও রাজস্ব দপ্তরে লোক না থাকায় বিলম্ব হয়েছে। আশপাশে আপনাদের কোন ভূমি আছে কিনা এবং অবৈধ স্থাপনা থাকলে উচ্ছেদ করা হবে কিনা? এমন প্রশ্নের জবাবে প্রকৌশলী বলেন, আমরা সাধারণত বেরী বাধের বাহিরের স্থাপনাগুলোতে বিশেষ কারণ ছাড়া উচ্ছেদ অভিযানে যাইনা।তবে,আমাদের এই দাগের ভূমিতে একটি রেষ্ট হাউজ রয়েছে এবং উপ-বিভাগীয় প্রকৌশলীর দপ্তর হওয়ার সম্ভাবনা রয়েছে,যেটা প্রস্তাবিত।

এদিকে ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল জানান, গত ৯ অক্টোবর আদালত থেকে উচ্ছেদের কপি হাতে পেয়েছেন। তখন তিনি করোনায় আক্রান্ত হওয়ার কারণে উচ্ছেদ কার্যক্রম বিলম্ব হয়েছে। গত ২৩ নভেম্বর দখল ছেড়ে দিতে দখলদারদের বরাবর নোটিশ প্রদান করা হয়েছে এবং গতকাল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এদিকে দখলদার হারিছ মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম বলেন, উচ্ছেদকৃত ভূমির বৈধ কাগজ পত্রাদি তাদের কাছে রয়েছে। তাঁরা ওই ভূমি ১৯৬৭ সালে ক্রয় করেছিলেন। উক্ত ভূমি ফিরে পেতে আবারও উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান তিনি।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রাশেদুল হাসান, উপ- সহকারী প্রকৌশলী মুমিনুল হক,সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ তুহিন রেজা,চুনারুঘাট থানার এসআই শেখ আলী আজহারের নেতৃত্বে সার্বিক সহযোগিতায় ছিল একদল পুলিশ, স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাসিম ও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গসহ অনেকেই।