চুনারুঘাট পৌরসভা নির্বাচন : নৌকায় মতভেদ কৌশলে বিএনপি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 4 January 2021
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাট পৌরসভা নির্বাচন : নৌকায় মতভেদ কৌশলে বিএনপি

Link Copied!

সাইফুর রাব্বি, চুনারুঘাটঃ   ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারী চুনারুঘাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠীত হবে। শুরু থেকেই পৌরসভাটি বিএনপির দখলে থাকায় কোন সময়ই ক্ষমতায় বসতে পারেনি আ.লীগ। প্রথম পৌর প্রশাসক মোহাম্মদ আলী ছিলেন উপজেলা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। পরবর্তীতে উপ নির্বাচনে আ.লীগের মেয়র প্রার্থী সাইফুল আলম রুবেল কে পরাজিত করে বিজয়ী হন বর্তমান পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু।
এরপরের পৌর নির্বাচনেও ধানের শীষ প্রতিক নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতিকের সাইফুল আলমকে পরাজিত করেন নাজিম উদ্দিন শামসু।  তবে ভোটের মাঠে গত নির্বাচনে টান টান উত্তেজনার মধ্যে সাইফুল আলম রুবেল কে পরাজিত করে মাত্র ১৪ ভোটে বিজয়ী হন ধানের শীষের প্রার্থী নাজিম উদ্দিন শামসু।
এবারের পৌর নির্বাচনে আ.লীগ থেকে নৌকা প্রতিক চেয়েছেন পাঁচজন। তারা হচ্ছেন সাইফুল আলম রুবেল, নাজমুল ইসলাম বকুল, বজলুর রশীদ দুলাল, শহীদুল ইসলাম ও মুক্তাদির চৌঃ। ইতোমধ্যে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে সবার নামের সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা আ.লীগের সাঃ সম্পাদক আবু তাহের। চুনারুঘাটে নৌকার দলীয় মনোনয়ন নিয়ে রয়েছে প্রার্থী কেন্দ্রীক নানা মতভেদ। দলীয় সরলীকরণ বা গ্রুপিং লভিং তো আছেই। এরমধ্যে দেখা দিতে পারে নতুন আশঙ্কা৷ অনেকেই বলছেন আ.লীগের দলীয় মনোনয়ন বরাদ্দের পরও বিদ্রোহী হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক প্রার্থীর। পাশাপাশি দলীয় প্রতিক বঞ্চিত প্রার্থীদের মধ্যে কেও বিদ্রোহী হলে ভোট ভাগের সমীকরনে চুনারুঘাট পৌরসভায় আবারো বিএনপির ক্ষমতায় বসার পথ সুগম হবে।
এদিকে বিএনপিতে একাধিক মনোনয়নধারী নিয়ে নেই কোনো আলোচনা৷ একক আলোচনায় রয়েছেন বর্তমান মেয়র নাজিম উদ্দিন শামসু।  টানা দুইবারের নির্বাচিত মেয়র নাজিম উদ্দিন শামসুকে নিয়ে এবারো চিন্তা ভাবনা করছে বিএনপি৷
স্থানীয় আ.লীগ নেতারা বলছেন, আ.লীগে মনোনয়ন ও প্রার্থীতা নিয়ে যদি মতভেদ থাকে তবে আ.লীগ থেকেই মনোনয়ন বঞ্চিতদের মধ্যে কেও কেও বিদ্রোহী প্রার্থী হতে পারেন৷ ফলে নৌকার ভোট টি বিভাজিত হবে শতভাগ। এদিকে নৌকার তুমুল আলোচনায় বিএনপির কৌশলে অবস্থান অনেকের মনেই প্রশ্ন দেখা দিয়েছে আবারো কি তাহলে পৌর ক্ষমতায় বসছে বিএনপি?