এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পৌরসভার লিংক রাস্তার সলিং কাজের উদ্ভোদন করলেন মেয়র নাজিম উদ্দিন সামছু।
রবিবার (৯ আগষ্ট) বিকালে চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু উপস্থিতি হয়ে এই রাস্তার কাজ উদ্ভোদন করেন।
জানা যায়, গোগাউড়া অস্ট্রোলিয়া বাড়ির ইট সলিং রাস্তা ও বড়াইল তজমুল তরফদার বাড়ি হইতে জাহির মিয়ার বাড়ি পযন্ত ইট সলিং রাস্তার দীর্ঘদিন যাবত বেহাল অবস্থা ছিল। এই নিয়ে এলাকায় মানুষ অল্প বৃষ্টি হলেই অনেক কষ্ট পোহাতে হতো। অসুস্থ রোগী, বয়স্ক পুরুষ মহিলার যেন মৃত্যুর ফাঁদেই পরিনত হয়ে উঠতো।চুনারুঘাট পৌরসভার মেয়র নিজে পরিদর্শন করে সংস্কার করার আশ্বস্ত করেন। আজ নিজে উপস্থিত হয়ে এই রাস্তার সংস্কার কাজ সলিং এর উদ্বোধন করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল, পৌর ছাত্রলীগের সহ সভাপতি শিপন খান,স্থানীয় বাসিন্দা আব্দুল জাহির প্রমুখ।