
ছবিঃ আটককৃত মালামাল।
তারেক হাবিব,হবিগঞ্জ॥ চুনারুঘাট সীমান্ত এলাকা থেকে অভিযানে চালিয়ে বিপুল পরিমান ভারতীয় নিম্ন মানের চা-পাতা উদ্ধার করেছে বিজিবি (বর্ডারগার্ড) বাংলাদেশ।
শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ১৯৭১ পিলারের নিকট অভিযান চালালে ৭৪৪ কেজিনিম্ন মানের চা পাতা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। বিজিবি’র গুইবিল ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল হালিম ও হাবিলদার আব্দুস সালাম জানান, চোরা কারবারীদের খবর পেয়ে অভিযান চালালে চা পাতা গুলো উদ্ধার করা হয়।
এ সময় বিজিবির অবস্থান টের পেয়ে চোরা কারবারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত চা পাতাগুলোর বাজার মুল্য প্রায় ২ লক্ষ ২৩ হাজার ২০০ টাকা।