চুনারুঘাট ত্রিপুরা পল্লীর ভাঙন পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির লস্কর - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 22 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাট ত্রিপুরা পল্লীর ভাঙন পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির লস্কর

Link Copied!

 

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জাতীয় উদ্যান সাতছড়ি ত্রিপুরা পল্লীর ভাঙন পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।

বুধবার (২২ জুলাই) বিকালে তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দকে নিয়ে ওই ভাঙন এলাকা পরিদর্শন করেন।

জানা গেছে, বৃষ্টির পানির ঢল পাহাড় থেকে ওই পল্লীর পাশ দিয়ে নিচে নেমে আসে। ফলে পাহাড়ের ঢলে বালু মাটি গলে পড়ে প্রায় বাড়িঘর তলিয়ে যাচ্ছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে টনক নড়ে প্রতিনিধিদের। যার প্রেক্ষিতে আজ সরেজমিনে সাতছড়ি জাতীয় উদ্যানের ত্রিপুরা পল্লীর বাড়িঘর ধ্বসে যাওয়া ও ঝুঁকিপূর্ণ কালভার্ট পরিদর্শনে যান চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির লস্কর। তিনি দ্রুত সময়ে এই ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিবেন বলে সবাইকে আশ্বস্ত করেন।

 

ছবি: ভাঙন পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির লস্কর

 

এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সাতছড়ি পঞ্চায়েত প্রধান চিত্র বর্মন, সাতছড়ি রেঞ্জের আধিবাসী ও যুবলীগ নেতা আকাশ বর্মন প্রমুখ।

উল্লেখ্য, এই ত্রিপুরা পল্লী অঞ্চল থেকে প্রতিবছর কোটি টাকা অর্থ আয় করে সরকার। অথচ এখান থেকে নিয়মিত অবৈধভাবে বালু উত্তোলন করে একটি শক্তিশালী চক্র। যার মাশুল দিতে হয় এই পাহাড়ি জনপদের শতাধিক ত্রিপুরা পরিবারের। এ বিষয় প্রশাসনিক সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।