চুনারুঘাট ক্যান্সার আক্রান্ত জবা'র পাশে দাঁড়ালেন ওসি শেখ নাজমুল হক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 17 June 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাট ক্যান্সার আক্রান্ত জবা’র পাশে দাঁড়ালেন ওসি শেখ নাজমুল হক

Link Copied!

এফ এম খন্দকার মায়া,চুনারুঘাট।। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় জবা মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে দীর্ঘদিন যাবত।

গত ১৪ জুন ক্যান্সার আক্রান্ত জবা কে নিয়ে চুনারুঘাট ধামালি সংগঠনের সভাপতি এডভোকেট মোস্তাক বাহার ফেইসবুকে স্ট্যাটাস দিলে চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক এর নজরে আসে।


বুধবার (১৭ জুন) এডভোকেট মোস্তাক বাহার কে নিয়ে জবা কে দেখতে তার গ্রাম আমকান্দিতে ছুঁটে যান মানবিক ওসি শেখ নাজমুল হক । তিনি জবার জন্য বেশ কিছু ফলমূলও নিয়ে যান। এবং নগদ ৫ হাজার টাকা তার চিকিৎসা ব্যয়ের জন্য প্রদান করেন করেন।

এসময় উপস্থিত ছিলেন থানা ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম ও সাংবাদিক সম্পাদক মীর জোবায়ের আলম প্রমুখ।

উল্লেখ্য  , জবা তার জীবন যুদ্ধের সাথে সামাজিক সংগঠনে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।