ঢাকাSaturday , 8 January 2022

চুনারুঘাট কোভিড-১৯ ভ্যাকসিন নিতে ছাত্রছাত্রীর স্বতস্ফুর্ত অংশগ্রহন

Link Copied!

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় স্কুল পর্যায়ে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণে ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনিক ভবনে তৃতীয় তলায় এমন দৃশ্য দেখা যায়।

জানা যায়, উপজেলায় ১২ বছরের উর্ধ্বে কোনও শিক্ষার্থী করোনা ভ্যাক্সিনের প্রথম ডোজ নেওয়া ব্যতিত স্বশরীরে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে না মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে । তার প্রেক্ষিতে চুনারুঘাট উপজেলায় উক্ত বয়সসীমার মধ্যে সকল শিক্ষার্থীকে ভ্যাক্সিনেশন কার্যক্রমের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যে নেয়া হয়েছে।

এমতাবস্থায় ১২ বছরের উর্ধ্বে সকল শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণকে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান এর নির্দেশনা মোতাবেক নির্ধারিত টিকা প্রদান ভেন্যুতে আবশ্যিকভাবে শিক্ষার্থীর টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য বলা হল।

এ বিষয় নিয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সত্যতা নিশ্চিত করেন। এবং সকল কে সতর্কতা অবলম্বন ও নিজ দায়িত্বে ভ্যাকসিন গ্রহন করার অনুরোধ জানান।