ঢাকাFriday , 3 November 2023
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাট এ-গ্রেডের পৌরসভা হওয়ার পরও দেড় যুগেও নির্মিত হয়নি পানি শোধনাগার

Link Copied!

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় এ-গ্রেডের পৌরসভা হলেও দেড় যুগেও নির্মিত হয়নি পানি শোধনাগার। চরম হতাশায় পৌরবাসী।

পৌরবাসীর ক্ষোভ,নামেই এ- গ্রেড পৌরসভা, কিন্তু নিরাপদ পানি সরবরাহসহ নানা সুবিধা ও ব্যবস্থা নেই এ পৌরসভায়। পৌরবাসীর অধিকাংশই নদী, ঝিরি, ছড়া ও ঝরনার পানির ওপর নির্ভরশীল।

কেউ কেউ টিউবওয়েল বসিয়ে পানির ব্যবস্থা করতে পারলেও, অনেকের ভাগ্যে তাও জোটে না। তাছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিদের পেছনে পেছনে ঘুরে সুপারিশ নিয়ে আবেদন করেও বছরের পর বছর ঘুরেন বলে অভিযোগ উপজেলা সহ পৌরবাসীর নাগরিক। এজন্য এই উপজেলা পৌরসভায় নানা সমস্যা সহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়।

তথ্য মতে,বাংলাদেশ সরকার জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ (ডিপিএইচই) মাধ্যমে দেশের বি়ভিন্ন উপজেলায় ১৪৮টি পানি শোধনাগার নির্মাণের উদ্যোগ নেয়।তন্মধ্যে প্রথম ধাপে দেশের ৪০ টি পৌরসভায় একসাথে গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট (জিডব্লুটিপি)বাস্তবায়নে করে।

দ্বিতীয় ধাপের (ফেজ-২) আওতায় শুরু করেন। এ আওতায় চুনারুঘাট পৌরসভা ৬তম স্থানে থাকলেও বাস্তবায়ন হয়নি পানি শোধনাগার। অথচ পার্শবর্তী উপজেলার মাধবপুর পৌরসভা,শায়েস্তাগঞ্জ পৌরসভা,নবীগঞ্জ পৌরসভায় প্লান্ট নির্মাণ কাজ চলমান ও সম্পন্ন হয়ে গেছে ।

এক দশক পূরবে থেকে সাধারণত ভূ-গর্ভস্থ পানি উত্তোলন ও বিশুদ্ধিকরণের পর ৪৫০ ঘনমিটার ধারণক্ষমতার সুরিসর ওভারহেড ট্যাংকে (রিজারভয়ার) সংরক্ষণ করে পাইপলাইনের মাধ্যমে পৌরবাসীদের আবাসিক স্থাপনায় আয়রণমুক্ত বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যেই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পানি শোধনাগার নির্মাণ প্রকল্প শুরু করে। কিন্তু এখনো চুনারুঘাট পৌরসভায একযুগ গেলেও শুরুই হয়নি এ প্রকল্পের কাজ। কবে শুরু হবে আর কবে শেষ হবে, তা কেউ জানে না।

এ বিষয়ে চুনারুঘাট পৌরসভার প্রকৌশলী আবু ওবায়েদ সাথে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান,চুনারুঘাট পৌরসভার ভৌগোলিক অবস্থান ও উর্ধতন কর্তৃপক্ষের অবহেলায় এখনো আলোর মুখ দেখিনি প্রকল্প।

অথচ পার্শ্ববর্তী উপজেলায় বাস্তবায়ন হয়েছে। তিনি পৌরসভার কাঠামোগত সমস্যা তুলে দেড় দশকেও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন না করতে পাড়ায় উদ্বেগ প্রকাশ করেন। ইতিমধ্যে বেশ কিছু অর্থ বরাদ্দ সহ উন্নয়ন কার্যক্রম তরান্বিত হবে বলে আশা ব্যক্ত করেন।

এ বিষয় পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,চুনারুঘাট পৌরসভার পানি শোধনাগার নির্মাণ প্রকল্প প্রসেসিং অবস্থায় আছে।