চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা সামগ্রী বিতরণ। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 4 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা সামগ্রী বিতরণ।

Link Copied!

চুনারুঘাট প্রতিনিধি :: চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ উপজেলা পরিষদের বরাদ্দ থেকে ডক্টরস হেলথ বুথ, হাত ধৌতকরণ বেসিন, ১০টি অক্সিজেন সিলেন্ডার, আইশোলেসন ওয়ার্ড এর জন্য ১০টি ফ্যান, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক কামরুল হাসান মহোদয়, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব  আব্দুল কাদির লস্কর। উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাস, পৌর মেয়র নাজিম উদ্দীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা মোজাম্মেল হোসেন, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম, আর এম ও ফাতেমা হক, শেখ জসিম প্রমুখ।