নাছির উদ্দিন লস্কর,চুনারুঘাটঃ বাংলাদেশ সরকারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে একটু জমিও যেন অনাবাদি না থাকে,ঘরের কোনায় হলেও কিছু ফলান, ফলমূল আবাদ করুন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অনুশাসন অনুযায়ী জেলা প্রশাসক হবিগঞ্জ জনাব মোহাম্মদ কামরুল হাসান এর নির্দেশনা মোতাবেক এক ইঞ্চি জমি যেন অনাবাদী পড়ে না থাকে, সেজন্য উপজেলা প্রশাসন এবং কৃষি বিভাগ চুনারুঘাট এর সমন্বিত উদ্যোগে সোমবার (৪মে) নরপতি, চুনারুঘাটে পতিত জমিতে সাজনা, পেয়ারা এবং লেবু চারা রোপন করে উপজেলা প্রশাসন।

ছবি : পতিত জমিতে গাছের চারা রোপন করা হচ্ছে