ফরিদ উদ্দিন মাসউদ চুনারুঘাট, হবিগঞ্জ :: হবিগঞ্জের চুনারুঘাটে নতুন করে আরও ৫, জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪৩ জন। এরমধ্যে মারা গেছেন দুজন।
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন বলেন, গত ২৪ ঘন্টায় ঢাকা থেকে তাদের রিপোর্ট পজিটিভ আসে। তিনি আরও বলেন, উপজেলায় এ পর্যন্ত ১ হাজার ৪০৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ১৪৩ জনের নমুনা পজিটিভ এসেছে। তবে ইতোমধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ৮০জন। আর বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬২ জন।