চুনারুঘাট প্রতিনিধি : করোনায় চিকিৎসক, সেবিকা, স্বাস্থ্যকর্মীসহ ৭ জন আক্রান্ত ও ৫ বছরের শিশুর মৃত্যুর পর চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষনা করা হয়েছিল।
দীর্ঘ ৯ দিন পর আজ মঙ্গলবার (৫মে) থেকে আবারও চালু হয়েছে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল। এর আগে গত ২৫ এপ্রিল চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালটি লগডাউন ঘোষনা করা হয়েছিল।
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন “আমার হবিগঞ্জ ” কে জানান, আজ থেকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল চালু থাকবে। রোগীরা যথাযথ সেবা পাবেন।
চুনারুঘাট উপজেলায় ৬ জন করোনায় আক্রান্ত রোগীসহ সবাই ভাল আছেন বলে তিনি জানান।