হবিগঞ্জ সদর প্রতিনিধি :: করোনাভাইরাস আসার পর থেকেই হঠাৎ করে বেড়েছে দুঃসাহসিক চুরি হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের ছনাও গ্রামে রাতের আধাঁরে এ দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে।
(৬ জুন) সোমবার দিবাগত মধ্য রাতে একদল দুর্বৃত্ত দরজা ভেঙ্গে মোঃ আলমগীর মিয়ার ঘরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তার পরিবারের সদস্য স্ত্রী ও ১ বছর বয়সী একমাত্র সন্তান কে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে জিম্মি করে ফেলে সর্বস্ব লুট করে পালিয়ে যায় চোররা।
বাড়ির মালিক মোঃ আলমগীর মিয়া জানান আলমারির ডয়ার ভেঙ্গে বাসায় থাকা নগদ ১৩ হাজার টাকা, ২ স্বণের চেইন সহ দামি কাপড় চোপর লুট করে নিয়ে যায়।
ঘটনাটি উবাহাট ইউনিয়নের চেয়ারম্যান আলহ্জ্ব রজব আলী সহ ইউপি সদস্য কে অবগত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি।