হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ইয়াবাসহ টেকনাফের ইয়াবা এক ব্যবসায়ীকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম। সোমবার (৬ই মে) দুপুরে উপজেলার নতুনব্রিজ গোল চত্বরে এস আই লিটন রায়ের নেতৃত্বে এএসআই সুবীর চন্দ্র দেব ও এএসআই মহসিন কবিরসহ একটি পুলিশ টিমের অভিযানে উক্ত ইয়াবা ব্যবসায়িক আটক করতে সক্ষম হোন।
আটককৃত ব্যক্তি ফয়েজ আহমেদ (৩৪) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পুরাতন পল্লম পাড়া এলাকার মৃত আব্দুল কাদেরের পুত্র। পরিকল্পিত ভাবে সে টেকনাফ থেকে ৫শ পিছ ইয়াবাসহ চুনারুঘাট উপজেলার নতুনব্রিজ (শায়েস্তাগঞ্জ) দিগন্ত বাসে এসে পৌঁছালে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।