বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে কম্পিউটার কোর্স সম্পন্ন করে চুড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে এসব সনদ অর্জন করেছে তারা। এ উপলক্ষে শনিবার সকালে প্রতিষ্ঠানের হলরুমে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জি: মোহাম্মদ ইসমাইল হোসেন বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের চুনারুঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও চুনারুঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সজল দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছামাদ, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কামরুল ইসলাম।
উল্লেখ্য, চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট ২০০০ইং সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চুনারুঘাট উপজেলার একমাত্র কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। প্রতি ৩ ও ৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স শেষে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে এ প্রতিষ্ঠান থেকে বরাবরই এ প্লাস সহ শতভাগ পাশ করে আসছে।