চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 18 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচী

Link Copied!

 

সৌরভ আহমেদ শুভ, চুনারুঘাট প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন ছাত্রলীগ।

মুজিব শতবর্ষ ও আওয়ামী লীগের ৭১’তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ কর্মসূচী পালিত হয়।

শনিবার (১৮ জুলাই) বেলা ১১’টায় আহম্মদাবাদ ইউপি প্রাঙ্গণে ফলদ বৃক্ষের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচীর আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে ইউনিয়নের কয়েকটি স্কুল, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়। বাড়িতে লাগানোর জন্য প্রতিজনে তিনটি করে পাঁচ শতাধিক চারা বিতরণ করা হয়। এর আগে আহম্মদাবাদ ইউপি হলরুমে এবিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

                                  ছবি: ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষ রোপণ

 

ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক শফিকুল ইসলামের সঞ্চালনায় ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আঃ হান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আলাউদ্দীন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল, চুনারুঘাট উপজেলা তাতীলীগের সহসভাপতি ফজল মিয়া, যুবলীগ নেতা সাইফুর রহমান রুবেল প্রমূখ।