চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার দারাগাও চা বাগানের এক সাওতাল কিশোরী কন্যা ও মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রীকে মুখে রুমাল গুজে জোর পূর্বক গণধর্ষন করেছে চা বাগানের তিন যুবক। তাদের পাষবিক নির্যাতনে অসুস্থ হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন ওই সাওতাল কন্যা।
ধর্ষনের শিকার কিশোরী ও তার কাকাত ভাই দীপংকর সাওতাল জানান, গত ১৬ জুন দুপুরে ওই কিশোরী দারাগাও চা বাগানে পাকা লাইন বস্তিতে ঘরে একা ছিল। তার মা ও অপর বোন বাগানের কাছে কর্মরত ছিল। ওই সুযোগে দারাগাও চা বাগানে তিন যুবক ওই কিশোরীর ঘরে ঢুকে তার হাত পা বেঁধে মুখে কাপড় গুজে তাকে পালাক্রমে ধর্ষন করে। ধর্ষনের এক পর্যায়ে ওই কিশোরী জ্ঞান হারিয়ে ফেলে। ওই সময় ওই চা বাগানের এক কিশোর ঘটনা দেখে ফেলায় তাকেও তিন ধর্ষক পিটিয়েছে। এ ঘটনা বাগানে জানাজানি হলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ধর্ষনের শিকার কিশোরীকে গুরুত্বর অসুস্থ অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুনারুঘাট থানা ওসি শেখ নাজমূল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জকে বলেন, ঘটনাটি আমাকে অনেকেই ফোনে জানিয়েছে। এখনও থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে আমরা ঘটনাটি খোঁজখবর নিতে শুরু করেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।