চুনারুঘাটে ৬৬ লক্ষ টাকার রাস্তার ঢালাই কাজের উদ্বোধন করেন মেয়র সামছু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 19 August 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে ৬৬ লক্ষ টাকার রাস্তার ঢালাই কাজের উদ্বোধন করেন মেয়র সামছু

অনলাইন এডিটর
August 19, 2020 5:21 pm
Link Copied!

ছবি; ঢালাই কাজের উদ্বোধন করেন মেয়র নাজিম উদ্দিন সামছু।

 

এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পৌরসভায় ৬৪ লক্ষ টাকায় রাস্তার মাষ্টার ঢালাই ও ২ লক্ষ টাকার গাইড ওয়াল কাজের উদ্ভোধন করা হয়।

বুধবার (১৯ আগস্ট) সকালে চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু স্থানীয় বাসিন্দাদের নিয়ে এই রাস্তার কাজের উদ্বোধন করেন।

জানা যায়, নয়ানী এলাকা হতে সিরাজ মিয়ার বাড়ী হয়ে চুনারুঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ে সংযুক্ত ৬ গ্রামের রাস্তায় মাষ্টার ঢালাই কাজের উদ্বোধন করা হয়। ৬৬ লক্ষ টাকার রাস্তাটি সংস্করণ ও নতুনভাবে হলে প্রায় ৫ হাজারের ও বেশি জনসাধারণের দীর্ঘদিনের কষ্ট লাগর হবে। রাস্তার কাজের উদ্বোধনের ফলে এলাকার মানুষের চলাচলের সুবিধা হবে, ফলে সবাই শান্তির নিঃশ্বাস ছেড়ে বলে আমরা এই কাজের অব্যাহত কামনা করি।

এ সময়ে উপস্থিত ছিলেন, স্থানীয় কমিশনার অসীম দেব, পৌর ছাত্রলীগের সহ সভাপতি মিজানুর রহমান তালুকদার, স্থানীয় বাসিন্দা ইছাক মিয়া, সিরাজ আলী, সেলিম মিয়া, ফারুক মিয়া প্রমুখ।