আবেদ আলী।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (৬নভেম্বর) বঙ্গবন্ধুর দর্শন- সমবায়ের উন্নয়ন এই প্রতিপাদ্য কে নিয়ে উক্ত সমবায় দিবসে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।
সাংবাদিক ফারুক মাহমুদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডার আব্দুস সামাদ আজাদ।

ছবি : চুনারুঘাটে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে
সভা শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা আছাদ আলী ও গীতা পাঠ করেন তরুন ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলার নবাগত সমবায় অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান।
সমবায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আমতলা পীরপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি সাংবাদিক মোঃ মিজানুর রহমান, তরফ বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ শফিকুর রহমান খান, দিগন্ত সমাবায় সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম, শতং সমবায় সমিতির সভাপতি শেখ জামাল সহ সমবায়ীবৃন্দ।