ঢাকাSunday , 8 March 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে বকেয়া বেতন আদায়ের দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

Link Copied!

আব্দুর রাজ্জাক রাজু , চুনারুঘাট থেকে :   ৩ তিন ধরে অবরুদ্ধ থাকার পর ২০ মাইল রাস্তা পায়ে হেঁটে উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ করেছে রেমা চা বাগান শ্রমিকরা। রবিবার (৮ মার্চ ) সকালে প্রায় ৬ শতাধিক চা শ্রমিকরা এতে যোগ দেন। শ্রমিকদের আন্দোলনে একাত্বাকারী রেমা চা বাগানের মেম্বার নির্মল চন্দ্র দেব ও চা শ্রমিক নেতা যুবরাজ ঝরা জানান, শ্রমিকের ছেলে মেয়েদের খেলার মাট দখল,বকেয়া বেতন আদায়,মামলা দিয়ে হয়রানি ও বহিরাগত সন্ত্রাসী দ্বারা রাস্তা ঘাটে হয়রানি সহ আরো কয়েকটি দাবীতে তারা এ বিক্ষোভ করেন।
পরে উপজেলা হলরুমে শ্রমিকদের শান্তনা দিয়ে  এসআই জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান- আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক,উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা,
ওসি তদন্ত চম্পক দাম,এসআই শেখ আলী আজহার, উপজেলা তাতীলীগের সভাপতি কবির মিয়া খন্দকার ও জালাল খান, চা শ্রমিক নেতা যুবরাজ ঝরা,স্বপন সাওতাল,সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার হবিগঞ্জ জেলা আইন-শৃংখলা সভায় থাকায় তাদের প্রতিনিধিরা শ্রমিকদের শুকনা খাবার পানি দিয়ে তাদের বাসস্থান নিরাপদে যেতে বলেন।
শ্রমিক নেতারা বলেন,তাদের দাবী না মানলে তারা আরো আন্দোলন কর্মসুচি ঘোষনা করবেন।