চুনারুঘাটে ১৮ বস্তা সরকারি চালসহ আটক ১ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 7 June 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে ১৮ বস্তা সরকারি চালসহ আটক ১

Link Copied!

চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটে সরকারি চাউলসহ কাজল মিয়া নামের একজন কে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামের সিরাজ মিয়ার পুত্র।
শনিবার (৬ জুন ) দিবাগত রাত একটায় উপজেলার নালমুখ বাজার তার বাসা থেকে চাউল সহ আটক করেন চুনারুঘাট থানার ওসি ( তদন্ত) চম্পক দাম। ওসি তদন্ত চম্পক দাম বলেন, গোপন সংবাদে খবর পেয়ে তিনি উপজেলার নালমুখ বাজারে কাজল মিয়ার দোকানে তল্লাশী পরিচালনা করেন। এতে  সরকারী সিল মোহরযুক্ত ১৮ বস্তা চাউলসহ তাকে আটক করা হয়।