এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় জনস্বাস্থ্য অর্থায়নে ও উদ্দ্যোগে নালুয়া চা বাগানে ১৪৯টি পরিবারে স্যানিটারি ল্যাট্রিন বিতরণ করা হয়।
বুধবার (১৯ আগষ্ট) সকালে ২নং আহম্মাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবেদ হাসানাত চৌধুরী সনজু তত্বাবধানে এই স্যানিটারি ল্যান্ট্রিন প্রদান করা হয়।
জানা যায়, জনস্বাস্থ্যের অর্থায়নে ও উদ্যোগে স্বাস্থ্য ও পরিবেশ পরিস্থিতি ভয়াবহতা প্রতিরোধে সুস্থ জীবন ব্যবস্থায় দেশব্যাপী বিভিন্ন স্থানে এই সকল চা শ্রমিকদের মাঝে যাচাই বাছাই করে এই স্যানেটারি ল্যান্ট্রিন বিতরণ করা হচ্ছে।
এ সময়ে উপকার ভোগীদের সকলেই স্থানীয় ৯ নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন চেয়ারম্যান কে ধন্যবাদ জ্ঞাপন করেন।